বিজ্ঞপ্তি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ২৮তম বার্ষিকী আজ। ওয়ার্কার্স পার্টি এ দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে এ বছর ‘সন্ত্রাস নির্মূল কর: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ কর’ স্লোগানে দেশব্যাপী কর্মসূচি পালন করবে ওয়ার্কার্স পার্টি। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আজ বেলা ১১চায় ভার্চ্যুয়াল আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন রাশেদ খান মেনন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেবেন পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্তদাস ও নূর আহমদ। প্রসঙ্গত, ১৯৯২ সালের ১৭ আগষ্ট সন্ধান পার্টি অফিসের সামনে রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ২৮ বছরেও হত্যাচেষ্টার বিচার হয়নি।
Leave a Reply