পুলিশের ৭১ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির তথ্য জানা যায়।
পদোন্নতিপ্রাপ্তদের স্বপদ থেকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।
পদন্নোতি প্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদান পত্র প্রেরণ করতে বলা হয়েছে।
এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।
Leave a Reply