[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় কুলাউড়ার সঞ্জিতের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

 

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সড়ক পথে গোহাটি যাবার পথে শনিবার (২১ আগস্ট) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সঞ্জিত দাস (৪৫) নামে কুলাউড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

 

নিহত সঞ্জিত মৌলভীবাজার জেলার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।

 

নিহতের ছোট ভাই পত্রিকা বিক্রেতা শান্তনু দাস জানান, তার বড় ভাই সঞ্জিত দাস চাকরির সুবাদে নয়াদিল্লিতে বসবাস করতেন।

 

শুক্রবার নয়াদিল্লি থেকে তিনি সড়ক পথে গোহাটি যাবার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। গোহাটি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

 

ভারতে নিহত সঞ্জিত দাসের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং বাংলাদেশে তার মা ও দুই ভাই রয়েছে। তাদের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে। কুলাউড়া পৌর শহরের মাগুরা আবাসিক এলাকায় নিহত সঞ্জিতের মা ও দুই ভাই বসবাস করেন।

 

এদিকে, মৃত্যু সংবাদ জানার পর পরিবারে শোকের মাতম চলছে। নিহতের তার মরদেহ ভারতে সৎকার করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *