[english_date]।[bangla_date]।[bangla_day]

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ চালক হেলপার আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

মাসুদ মির্জা।

 

টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক তল্লাশিকালে ৬০ হাজার ইয়াবাসহ উক্ত ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে বিজিবি।

 

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯ টা নাগাদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

 

আটককৃত দুইজন হল- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ লেবু মিয়া (২৫) এবং একই জেলা এবং থানার গ্গোহালিয়া বাড়ী গ্রামের

 

মোঃ ছানোয়ার হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৪)।

 

২ বিজিবি অধিনায়ক জানান, দমদমিয়া চেকপোষ্টে বিজিবি সদস্যরা নিয়মিত টহলদলের সাথে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ৯ টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। ডগ ব্রাভো ও হ্যান্ডেলারগণ যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ ব্রাভো উক্ত ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে ডগ হ্যান্ডেলার কর্তৃক ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুলে বিস্তারিতভাবে নীরিক্ষার সময় ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারের ভিতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো কয়েকটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটগুলো খুলে প্যাকেটের ভিতর হতে ৬০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবাগুলো ট্রাকের মালিকের জন্য বহন করছিল বলে স্বীকার করেছে৷ ট্রাকের মালিকের নাম মোঃ হাফিজুর রহমান (৩৫)। সে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরলা গ্রামের মহব্বত হোসেনের ছেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *