নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বরের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আবু তাহের এর তিন ছেলে ফ্রান্স থাকতেন।
সম্প্রতি তারা দেশে ফিরে আসেন। ৫ মাস আগে আসা বড় ছেলে মাহবুব রহমানের বিয়ে ঠিক হয় চুনারুঘাট উপজেলার জনৈক ব্যক্তির মেয়ের সাথে। বিয়ে ঠিক হওয়ার পর গত ১৪ মার্চ দেশে ফিরেন ছোট ছেলে আতিকুর রহমান। বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালান মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
এ সময় বিয়ের অনুষ্ঠানে লোক সমাগম হওয়ার আশঙ্কায় বিয়ে বন্ধ করে দিতে নির্দেশ দেন তিনি।
পরে বরের পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আসেন এবং সদ্য প্রবাস ফেরত ছোট ছেলে আতিকুর রহমানকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়।
Leave a Reply