[english_date]।[bangla_date]।[bangla_day]

চুনারুঘাটের সাতছড়ি জঙ্গল থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

সোনাই নিউজ:হবিগঞ্জ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গল থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, (১৭ জুলাই) বুধবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে অর্ধগলিত একটি লাশ পড়ে থাকা দেখতে পেয়ে স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি তদন্ত মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এস আই অলক বড়ুয়া ও হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ে যুবক (৪০) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ইতিমধ্যে মৃত ব্যক্তির খবর সারা উপজেলাজুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়ে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতছড়ি গহীন জঙ্গল থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *