[english_date]।[bangla_date]।[bangla_day]

বেনাপোল থেকে ৩৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ আটক-১

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৪৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ইনজেকশনসহ ২৯ মার্চ শুক্রবার সকালে জাহিদ হাসান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

আটক জাহিদ মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে।

বিজিবি সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিকড়ি চারা বটতলা মাঠের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনজেকশন নিয়ে পাচারকারীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা যায়।

২১ বিজিবি ব্যাটেলিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত বলেন।
আটক ইনজেকশন ও আসামীকে বেনাপোল পোর্ট থানায় র্সোপদ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *