[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগর ভোটগ্রহণ কর্মকর্তাদর প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি : মঙ্গলবার সাতক্ষীরাৱ শ্যামনগর উপজলায় জলা নির্বাচন অফিসর আয়াজন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রম্নম ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভাট কদ্র নিয়াজিত ভাট গ্রহণ কর্মকর্তাদর প্রশিক্ষণ কর্মশালার আয়াজন করা হয়।

শ্যামনগর উপজলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্ব প্রশিÿণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখন জলা প্রশাসক মাহাম্মদ হুমায়ুন কবির। বিশষ অতিথির বক্তব্য রাখন সাতক্ষীরা পুলিশ সুপার মাহাম্মদ মাস্ত্মাফিজুর রহমান পিপিএম বার, জলা নির্বাচন অফিসার নাজমুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কল এম এম মাহাইমনুর রশিদ পিপিএম (সবা), শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শদ।
অনুষ্ঠান পরিচালনা করন উপজলা নির্বাচন অফিসার মাঃ রবিউল ইসলাম।
প্রশিÿণ কর্মশালায় ৯৫ জন প্রিজাইডিং অফিসার ও ৪৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশ গ্রহণ করন।
প্রশিÿণ অতিথিবদ ভাটগ্রহন কর্মকর্তাদর বিভিন দিক নির্দশনা প্রদান করন।

ছবি- শ্যামনগর ভাট গ্রহণ কর্মকর্তাদর প্রশিÿণ কর্মশালায় জলা প্রশাসক মাহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্য অতিথিবদ।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *