[english_date]।[bangla_date]।[bangla_day]

জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার নির্বাহী সদস্য ওয়েছুজজামান এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান ।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এ রশীদ সিলেট থেকেঃঃ

 

জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার নির্বাহী সদস্য ওয়েছুজজামান এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান ও দোয়া। বিদায় শব্দটি বিষাদময় হলেও প্রতিটি মানুষের জীবনচক্রে বারবার ঘুরেফিরে আসে বিদায়ের আবেগঘন মুহূর্ত। যা শুরু হয় তার এক সময় পরিসমাপ্তি ঘটে। আবার প্রত্যেকটা শুরুই অন্য কোন শেষের থেকে হয়।শুভ হোক তোমার বিদেশ গমন…

(ওয়েছুজজামান নির্বাহী সদস্য,জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা)বিদায় যদিও কষ্টের, তারপরও সবকিছুকেই একদিন বিদায় দিতে হয় ।”

 

আমাদের থেকে আজ তোমার বিদায়ের দিন..তোমাকে যে এমনি করে বিদায় দিতে হবে তা কখনো ভাবিনি..আসলে এটা কোন বিদায় না–কিছু দিনের জন্য চোখের আড়াল –প্রকৃতপক্ষে বিদায় হচ্ছে “মহান রাব্বুল আ’লামীনের ডাকে সাড়া দেওয়া—যে ডাকে সাড়া দিলে কখনো কারো সাথে যোগাযোগ করা যায় না..ইনশা’আল্লাহ তোমার সাথে সব সময় আমাদের যোগাযোগ থাকবে,,আমরা তো তোমাকে বিদায় দিতে চাচ্ছি না, কিন্তু কি করব নিয়তির সাথে সবাইকে হার মানতে হয়..কেউ চাই না তার–মা বাবা- ভাই বোন- মাতৃ ভূমি- বন্ধুর – ভালোবাসা ত্যাগ করে দেশান্তরে যেতে..যেতে হচ্ছে শুধু তোমার ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর মধুময় করার জন্য..তুমি ছিলে আমাদের সংগঠনের অতি প্রিয় ছোট ভাইয়ের মত বন্ধু,, আমরা সব সময় তোমাকে আমাদের সংগঠনের প্রতিটি মিটিং এ পেয়েছি..যদি কোন ভুলক্রটি হয়ে থাকে- তাহলে বড় ভাই/বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবে…দোয়া করি তুমি যেন তোমার উদ্দেশ্যে কামিয়াবি হউ..আরো দোয়া করি তুমি সুদুর যুক্তরাষ্ট্র যাচ্ছো ‘আল্লাহ’ যেন তোমাকে যেখানে ধৈর্য্য ধারন করে থাকতে..সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট জেলার নির্বাহী সদস্য ওয়েছুজজামান কে বিদায়ী সম্বর্ধনা ক্রেস্ট দেওয়া হয়, এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার সাধারণ সম্পাদক এম এ রশীদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমদ, অর্থ সম্পাদক ইবান হোসেন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ রাসেল প্রমুখ।।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *