[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিনাইদহের কোটচাঁদপুর হাত-পা বাঁধা অচেতন অবস্থায় গৃহবধূ উদ্ধার ।

নিজস্ব প্রতিবেদকঃ

কোটচাঁদপুর (ঝিনাইদহ):প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড় বামনদাহ গ্রাম থেকে এক শাহানাজ নামে প্রবাসীর স্ত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় পানির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২২শে অক্টোবর) এলাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। গৃহবধূ শাহানাজ ওই এলাকার কাতার প্রবাসী অহিদুল ইসলামের স্ত্রী।

 

বিভিন্ন সূত্রে জানা যায়, শাহানাজ রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাহিরে গেলে কে বা কারা হাত-পা বেঁধে মুখে কসটেপ মেরে বাড়ির পাশে পানির গর্তে ফেলে উপরে বাঁশ দিয়ে ঢেকে রাখে। ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে গিয়ে গর্তের মধ্যে শব্দ শুনতে পায়। এসময় গর্তে গৃহবধূকে পানিতে ভাষতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

 

এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধর্ষণের কোন আলামত পায়নি। গৃহবধূ সুস্থ্য হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *