নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের আন্তঃ স্টেশন ভলিবল খেলার উদ্বোধন
অরবিন্দ কুমার মণ্ডল, করা, খুলনাঃ
স্বাধীনতার ৫০ বছর পুর্তি ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্দরবন খুলনা রেঞ্জের আয়োজনে আন্তঃ স্টেশন ভলিবল খেলার উদ্বোধন বেলা ১১ টায় কালাবগী স্টেশনের মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ। এ সময় উপস্থিত ছিলেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল, কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম, সুতারখালী স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, শিবসা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরুজ কুমার দিপ, শরবতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান,হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
খেলা পরিচালনা করেন দাকোপ- কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী। প্রথম দিনের খেলায় কালাবগী স্টেশন ও নলিয়ান স্টেশন খেলায় জয়লাভ করেন। আগামী ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় কাশিয়াবাদ স্টেশনে খুলনা রেঞ্জের চ্যাম্পিয়ন বনাম সাতক্ষীরা রেঞ্জের চ্যাম্পিয়ন দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। এতে সভাপতিত্ব করবেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন।
কয়রা খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৩/১২/২১ ইং।
Leave a Reply