[english_date]।[bangla_date]।[bangla_day]

সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের নীতি এবং নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে – পিআইবি-র মহাপরিচালক।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

পিআইবি-র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের নীতি এবং নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। প্রতিটি সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ এবং মানুষের কল্যাণের জন্য। সংবাদপত্র এবং সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পন।

তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার সাংবাদিকদের উন্নয়নের জন্য বিভিন্ন কল্যাণমুখী প্রদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বৃদ্ধি করেছেন।

 

তিনি শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে ৩দিন ব্যাপি হাওর সাংবাদিকতার উপর প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এবং প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি মনছুর উদ্দিন ইকবাল, সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *