[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রস্ততি সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষে মতবিনিময় ও প্রস্ততি সভার আয়োজন করা হয়।

 

স্বাস্থ্য বিধি মানা, জেড আকারে আসন্ন বিন্যাস, পরীক্ষা চলাকালিন সময়ে সরকারি সকল নিয়ম মেনে পরীক্ষা গ্রহণ করা সহ অন্যান্য বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব আসাদুজ্জামান মিঠু, শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওঃ ওজায়েরুল ইসলাম, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন প্রমুখ।

 

সভায় জানানো হয় প্রতিটি কেন্দ্রের জন্য শিক্ষার্থী সংখ্যা বেশী ও স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে বেশী জায়গার প্রয়োজনে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাব ভেন্যু নেওয়া হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত হয় পরীক্ষা সংক্রান্ত সরকারি সকল নিয়ম কানুন মাইকিং করে অভিভাবকদের ও শিক্ষার্থীদের জানানো হবে।

 

ছবি- শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রস্ততি সভা।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *