[english_date]।[bangla_date]।[bangla_day]

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ১৪তম অভিষেক।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি, বিয়ানীবাজার ।

কুয়েত ও ইয়েমেনস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) মোহাম্মদ আসাব উদ্দিন বলেছেন, সমাজের কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। সেকারণেই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রোটারির কার্যক্রম যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

 

তিনি বলেন- রোটারি বাংলাদেশসহ বিশ্বব্যাপী অবহেলিত মানুষের কল্যাণে কার্যকর, স্বচ্ছ ও বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ১৪তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার আর্তসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা থেকে আবর্তমানবতার কল্যাণে কাজ করে মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করে আসছে। আমার দৃঢ় বিশ্বাস বিয়ানীবাজারের রোটারি সদস্যরা নিজেদের সেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার মধ্যে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।’

 

তিনি রোটারিয়ানদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের আগামীর কাজগুলো হোক মানবিক মূল্যবোধের। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে আপনারা কাজ করুন। এতে দেশ ও দশের মঙ্গল নিহিত রয়েছে।’

 

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গর্ভনর নমিনী ইঞ্জিনিয়ার মতিউর রহমান, এসিস্ট্যান্ট গভর্নর পিপি মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি এম. আতাউর রহমান পীর, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

 

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশ্বব্যাপী কভিডের এই কঠিন সময়ে মানবতার কল্যাণে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং পরবর্তী কমিটির কাছে তার ধারাবাহিকতা প্রত্যাশা করেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রোগ্রাম চেয়ারম্যান ডা. আবু ইসহাক আজাদ।

 

অনুষ্ঠানে গত রোটারি বর্ষের সেক্রেটারি আলাল উদ্দিন নতুন বছরের সেক্রেটারি রোটারিয়ান আব্দুল মান্নানের কাছে ক্লাব চার্টার হস্তান্তর করেন। এরপর বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান ইমরান হোসেন নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিনের কাছে কলার হস্তান্তর করেন। এসময় গত রোটাবর্ষে সফলভাবে দায়িত্ব পালন করায় ক্লাবের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

পরে প্রধান অতিথির উপস্থিতিতে ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বোর্ড অব ডাইরেক্টরস এর সকল সদস্যকে উত্তরীয় পরিয়ে অভিষিক্ত করে নেন। এসময় তিনি দুজন নতুন সদস্য ডা. শফিকুর রহমান ও মিসেস শাহিদা বেগমকে পিন পরিয়ে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারে বরণ করে নেন। অভিষেকের পর ক্লাবের ১৩জন সদস্য রোটারি ফাউন্ডেশনে এক হাজার ডলার করে দান করে পিএইচএফ (পল হ্যারিস ফেলো) হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান দেলোয়ার হোসেন ও গীতা পাঠ করেন রোটারিয়ান দীবাকর পাল। এরপর সমবেত জাতীয় সংগীত পরিবেশন শেষে রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান জামিল হোসেন।

 

অনুষ্ঠানে স্বপরিবারে রোটারি ক্লাব বিয়ানীবাজারের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও রোটার‍্যাক্টবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের এক পর্যায়ে সুবিধাবঞ্চিত ৯জন নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের পক্ষ থেকে সেলাই মেশিন, একজন পঙ্গু প্রতিবন্ধীকে হ্যান্ড ক্রাচ এবং দুজন শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

 

সবশেষে র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেলোশিপ ডিনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *