[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে ১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার উওর সুরমা (গোয়াছনগর)নামক স্থান থেকে ২৩ জুলাই বিকালে ১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানাযায়, তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই.রাকিবুল হাসান এর নেতৃত্বে এ.এস.আই হামিদুর রহমান সহ ফোর্স নিয়ে গোপন সুত্রের ভিত্তিতে উওর সুরমা (গোয়াছনগর)নামক স্থান থেকে নয়সিনদী জেলার মাধবদীর থানার কোতোয়ালি চর গ্রামের দুই মাদক ব্যবসায়ী মো:জাহিদ হাসান ওরফে বাকির(২৮)ও মোঃ মজিদ রানা( ৩০) কাছ থেকে তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল উদ্দার করে, পরে তাদেরকে গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য,তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই.রাকিবুল হাসান যোগদানের পর থেকে প্রায় প্রতিদিনই মাদক সহ আসামী ধরা পড়ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *