[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে হাইওয়ে পুলিশের ধাওয়ায় দ্রুতগামী সিএনজি’র ধাক্কায় স্কুল ছাত্র গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি উল্টে শ্রাবণ সরকার (১৪) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।

সে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং দুর্গাপুর গ্রামের সুখলাল সরকারের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় বাকসাইর নামক স্থানে দ্রুতগামী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।

পরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *