[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে পালসার মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ের আন্দিউড়া নামক স্থানে গত ১২অক্টোবর সন্ধ্যায় একটি নীল রংয়ের পালসার মোটর সাইকেল চুরি হয়ে গেছে।

প্রকাশ,উপজেলার উত্তর বেজুড়ার হাজী রইছ আলীর ছেলে ছোটন মিয়ার ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাধবপুর থেকে তার বাড়ী যাওযার পথে একটি ১৫০সিসি নীল রংয়ের পালসার মোটর সাইকেল (যার রেজিঃনং-হবিগঞ্জ-ল-১১-০৯২৩,চেচিসনং MD2A1ICZ8DCDI2571, ইঞ্জিন নং-D4ZCDDO3418) রাস্তার পাশে রেখে প্রস্রাব করতে গেলে সাইকেল ও মোবাইল ফোন (০১৭১৮৩১২৭১৮) চোরে নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখোঁজির পর মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

মোটর সাইকেল মালিক ছোটন মিয়া বলেন,প্রসাশন সহ সাধারন জনগন আমার চুরি যাওয়া মোটর সাইকেলটির সন্ধান পেলে আমার মোবাইলে(০১৭১৮-৩১২৭১৮/০১৭৪৮-১৯৫৫৫৪) অথবা মাধবপুর থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *