[english_date]।[bangla_date]।[bangla_day]

মহামান্য আদালতের নির্দেশক্রমে আদালত যোগে আজ জমি দখল পেলেন মোছাঃ আমিনা খাতুন ওরফে বেগম রীনা পোদ্দার দিং।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

 

মোঃ মাহফুজুর রহমান।

 

ঠাকুরগাও জেলার পীরগন্জ উপজেলার মহামান্য আদালতের নির্দেশক্রমে আদালত ষোগে আজ জমি দখল পেলেন মোছোঃ আমিনা খাতুন ওরফে বেগম রীনা পোদ্দার দিং জে.এল-৭৮ নং গোয়াগাঁও মৌজার সি.এস-৭৩ এবং এস.এ-৮৩ নং খতিয়ানভুক্ত ৯৮১ নং দাগের ৬০শতক সম্পতির মধ্যে ৪০ শতক উত্তরাংশে এবং ৬২৪ নং দাগের ৩৮ শতক সম্পত্তির মধ্যে ২৫ শতক মোট ৬৫ শতক উত্তরাংশে সম্পত্তি আদালত যোগে আজ দখল বুঝিয়ে পেলেন বাদীনি মোছাঃআমিনা খাতুন ওরফে বেগম রীনা পোদ্দার দিং..

উল্লেখ্য যে, উক্ত দাগগুলোর নালিশি সম্পতির বিষয়ে বিজ্ঞ পীরগন্জ সহকারী জজ আদালতে ১১/২১ (বাটোঃ ডিং) নং মোকদ্দমা চলমান অবস্থায় ছিলো..যা আজ বাদিনী মোছাঃ আমিনা খাতুন ওরফে বেগম রীনা পোদ্দারকে উক্ত নালিশী ৬৫ শতক সম্পত্তি আদালত যোগে দখল বুঝিয়ে দেওয়ার মাধ্যমে উক্ত মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি হয়…

এসময় উপস্থিত ছিলেন আদালতের নাজির, নায়েব-নাজির, জারিকারক, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ও বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন চ্যানেল-পত্রিকার সাংবাদিক বৃন্দ, ঢুলি এবং স্থানীয় জনগন…

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *