[english_date]।[bangla_date]।[bangla_day]

ব্রাহ্মনবাড়ীয়া সীমান্তে অবৈধভাবে ভারতে ডুকতে গিয়ে বিজিবির হাতে আটক দুই নাইজেরিয়ান

নিজস্ব প্রতিবেদকঃ

সোনাই ডেক্স:অবৈধভাবে ভারতে প্রবেশের কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত থেকে ডানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬) নামের দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার দুপুরের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল বিজিবির সীমান্ত ফাঁড়ির সদস্যরা দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তারা বিজয়নগরের কাশিনগর গ্রামের মোছাম্মৎ জমিনার (৫৫) বাড়িতে এসে অবস্থান নেয়। পরে দুপুরে নলগরিয়া এলাকা থেকে বিজিবির টহল সদস্যরা তাদের আটক করে। এরমধ্য একজনের বাংলাদেশে অবস্থানের ভিসার মেয়াদ নেই, অপর জনের ভিসার মেয়াদ শেষ হবে ২০২০সালের জানুয়ারীতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *