[english_date]।[bangla_date]।[bangla_day]

বেনাপোলে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে পুটখালী ও শিকড়ী সীমান্ত এলাকা থেকে পুটখালী গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে মোঃ আজহার উদ্দিন (২৪) ও পুটখালী উত্তর পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন(২১)কে আটক করতে সক্ষম হয় বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র টহলদল পৃথক দুটি অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায়
সোপর্দ করা হয়েছে তিনি নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *