[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে ২য় ধাপে ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থী যারা।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি-বিলাইছড়িতে­ ৩ ইউনিয়নে ২য় ধাপে ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে বিজয়ী হয়েছেন ১ নং বিলাইছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সুনীল কান্তি দেওয়ান। তিনি ভোট পেয়েছেন ২৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে ভদ্রসেন চাকমা তিনি পেয়েছেন ১৩৩১ ভোট এবং টেবিল ফ্যান প্রতীকে নিথুন তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৯২৩ ভোট। মোট – ৪৯৬০ ভোটের মধ্যে বৈধ – ৪৮৪৪, অবৈধ (নষ্ট) -১১৬ ভোট। মোট ভোটার সংখ্যা ৬৩০১।

 

 

২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রামাচরণ মার্মা ( রাসেল) নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৪০৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে সমতোষ চাকমা ভোট পেয়েছেন ১০৯৫। ঘোড়া প্রতীকে টিপু চাকমা ভোট পেয়েছেন ৯২৫ এবং আনারস প্রতীকে অমর জীব চাকমা ভোট পেয়েছেন ৩৬৩ ভোট। মোট ৩৮৪৬ ভোটের মধ্যে বৈধ – ৩৭৮৯ এবং অবৈধ (নষ্ট)-৫৭ ভোট। মোট ভোটার সংখ্যা – ৪৭৩৫।

 

 

৩ নং ফারুয়া ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। তিনি ভোট পেয়েছেন ৩২২২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্ধী নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা। তিনি ভোট পেয়েছেন ১৪৯৯ ভোট। চাথোয়াই মার্মা ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১০৮২ ভোট। আনারস প্রতীকে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা ভোট পেয়েছেন ৪৭৩ ভোট। মোট ৬৪১২ ভোটের মধ্যে বৈধ ৬২৭৬ অবৈধ ( নষ্ট) ১৩৬ ভোট। মোট ভোটার সংখ্যা ৮৩১২।

 

অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং বিলাইছড়ি সদর ইউনিয়নে রিতা চাকমা, বলাকারানী চাকমা ও রানী বালা তঞ্চঙ্গ্যা এবং ওয়ার্ড মেম্বার বা সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক, জ্যোতিময় চাকমা,বাবুলাল তঞ্চঙ্গ্যা,নন্দলাল চাকমা,মোঃ শাহ্জান,রবীচরণ তঞ্চঙ্গ্যা,শুক্রসেন তঞ্চঙ্গ্যা,সমীর কান্তি তঞ্চঙ্গ্যা।

সবাই বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিস। ৩ নং ফারুয়া ইউনিয়নটি দূর্গম হওয়ায় সব ফলাফল হাতে আসলে চূড়ান্ত করে ঘোষণা করা হবে বলে তিনি আরও জানান।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *