নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়ি উপজেলাধীন দীঘল ছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির ও দায়ক- দায়িকার উদ্যোগে ৪৩ তম শুভ দানোত্তম মহান কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা উৎযাপিত হয়েছে।
কঠিন চীবর দান অনুষ্ঠানে আর্য্যলঙ্কার মহাথেরো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমাণ্ডার লেঃ কর্ণেল ইসরাত হোসেন পিএসসি, দীঘল ছড়ি সেনা জোন বিলাইছড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এবং প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ক্ষেমানন্দ থের,নালান্দ বৌদ্ধ বিহার কাপ্তাই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,
এবং অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রহর কান্তি চাকমা। ১নং বিলাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল মার্মা।
৩নং ফারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।বাংলাদেশ ছাত্রলীগ বিলাইছড়ি উপজেলা শাখা সভাপতি ঊষামং মার্মা,এবং আকাশ মার্মা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত পূর্ণ্যর্থীবৃন্দ।
আর অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি -ভদ্রসেন চাকমা ও সাধারণ সম্পাদক অংশে প্রু মার্মা (বেলাল)।
এই মহাপূণ্য অনুষ্ঠানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশ গ্রহণে কঠিন চীবর দানের সাথে সকাল থেকে বুদ্ধ পূজা,সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান,হাজার প্রদীপ দান ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।
বিলাইছড়ি প্রতিনিধি।
Leave a Reply