নিজস্ব প্রতিবেদকঃ

ইউসুফ মুন্সী,স্টাফ রিপোর্টারঃ
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের ২জন স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী জেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম পাটোয়ারী আবু ও ইব্রাহীম ভূঁইয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা এবং অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শিমুলকে ৩ দিন অবরুদ্ধ করে জবাইয়ের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ ডিসেম্বর শুক্রবার রাতে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম পাটোয়ারী আবু ও কামরুজ্জামান শিমুল অভিযোগ করেন।সাইফুল ইসলাম পাটোয়ারী আবু বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করিম উল্লাহ বিকম এর নেতৃত্বে প্রায় শতাধিক সন্ত্রাসী তার বাড়ীতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালা ভাংচুর করে এবং গুলিবর্ষণ করে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।তাকে নির্বাচন থেকে সরে দাড়াতে হুমকি দেওয়া হয়। অন্যথায় পরিবারের সবার প্রাণ নাশ করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। গুলির শব্দে চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনার পর তার স্ত্রী ও সন্তানদের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দেখতে পায় ঘরের সব আসবাবপত্র ভাংচুর করা। ঘটার পর ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা ও ফেনী মডেল থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে।খবর পেয়ে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনসহ বিপুল পরিমান পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন এন্ড ক্রাইম) বদরুল আলম মোল্লা জানান, এক প্রার্থীর বাড়িতে হামলা হওয়ার খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক, আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। ঘটনাস্থলে ফেনী মডেল থানার ওসিসহ পুলিশের কয়েকটি দল অবস্থান করছে।
অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শিমুল তিন দিন অবরুদ্ধ থেকে মুক্ত হওয়ার পর ১০ ডিসেম্বর শুক্রবার রাতে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেনী সদর উপজেলা আ’লীগ সভাপতি ও চনুয়া ইউপি চেয়ারম্যান করিমুল্লা বিকম বিরুদ্ধে ৩ দিন অবরুদ্ধ করে জবাই করার হুমকির কথা বর্ণনা করেন।
সাংবাদকর্মী হাসনাত তুহিনকে সবার সামনে চুল টেনে লাঞ্চিত করে আওয়ামী লীগের সভাপতি ১০ নং ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্লাহ গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে স্থানীয় সংবাদ কর্মি হাসনাত তুহিনকে সবার সামনে চুল টেনে লাঞ্চিত করে।
Leave a Reply