[english_date]।[bangla_date]।[bangla_day]

নড়াইলে শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজী মহারাজের মহাপ্রয়াণ দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

 

নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে পরম পূজ্যপাদ গুরুদেব শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজী মহারাজের মহাপ্রয়াণে পুজাঁ-যজ্ঞ, স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলী নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল বৈদিক মন্ত্র পাঠ ও স্তব গান, শ্রী শ্রী ঠাকুরের পূজাঁ,স্মৃতিচারন ও শ্রদ্ধাঞ্জলী,ভোগ আরতি ও পুস্পাঞ্জলী এবং প্রদান বিতরণ।

নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের তত্ত্বাধায়ক স্বামী আরাধনা নন্দ, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের কর্মকর্তা ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি মিনতি রানী বোস, রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ, শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজী মহারাজের শিষ্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *