নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর নতুনপাড়ায় নির্বাচনী এ বৈঠক করা হয়।
এ উঠান বৈঠকে উপস্থিত ভোটারবৃন্দের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা মার্কা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান।
বৈঠকে বিভিন্ন দলীয় নেতৃবৃন্দগণ বক্তব্যে বলেন ; উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে মাঝিড়া সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। অন্যান্য ইউনিয়নে যে তুলনায় উন্নয়ন হয়েছে তার অর্ধেক কাজও আমাদের ইউনিয়নে হয় নাই। এখানে বহিরাগত জনবসতি হলেও তারা এখন এই ইউনিয়নের স্থায়ী ভোটার হয়েছে। তবুও আমরা অনেকেই অবহেলিত। আমাদের পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও ছেলেমেয়েদের খেলাধুলা করার মত ভালো কোন ব্যবস্থা নেই। উপজেলার নিকটবর্তী ইউনিয়ন হওয়ার পরেও এখানে তেমন কোন উন্নয়নহয় হচ্ছে না। এখনো অনেক রাস্তা ইট সোলিং পযর্ন্ত হয় নাই। বর্ষার সময়ে ভালো মত পানি নিস্কাষনের ব্যবস্থা নেই বিভিন্ন এলাকায়। এরকম খুটিনাটি অনেক সমস্যায় ভূগিতেছেন এ ইউনিয়নের জনসাধারণ। তাই তারা এসব সমস্যা সমাধানের লক্ষ্যে দলমত নির্বিঘ্নে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ের মাধ্যমে একটি সুন্দর আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ গড়ার আহবান জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা হযরত আলীর সভাপতিত্বে ও নুরু নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুনজুরুল হক মুঞ্জু, অব: সার্জেন্ট আলী আহমেদ, রুহুল আমিন, আনোয়ার হোসেন, ফরিদ আহমেদ, কর্পোরাল সাইফুল ইসলাম, কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদ ঠান্ডা, আলহাজ্ব মনির হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন নুর মোহাম্মদ মুন্সি, আলহাজ্ব ওমর আলী, রেজাউল করিম, শহিদুল ইসলাম, একরাম চৌধুরী, রশিদ, তফিকুর রহমান, বাবু, ওয়াজেদ আলী, আবু সাঈদ প্রমূখ।
Leave a Reply