[english_date]।[bangla_date]।[bangla_day]

নৌকা বিদ্রোহী/স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঞোমং মারমা আনারস মার্কা প্রচারণা সভা অনুষ্ঠিত। 

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ২৮ নভেম্বর ২০২১ আসন্ন ইউপি নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হবে। নৌকা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা প্রতীক নিয়ে ঞোমং মারমা চেয়ারম্যান পদে নির্বাচন করছে। ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোট ৩জন লড়বেন সরকারী দলের মনোনীত নৌকা মার্কা আদোমং মারমা, ইসলামের আন্দোলনের পদ প্রার্থী আবদুল রশিদ আকন্দ সহ নৌকা বিদ্রোহী স্ব তন্ত্র প্রার্থী ঞোমং মারমা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি করবেন। ১৪ তারিখ বিকাল ৪ টায় বাঙালহালিয়া হেডম্যান পাড়া আনারস মার্কা ঞোমং মারমা ভোট নির্বাচনের প্রচারণা ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্বাগত বক্তব্য রাখেন, মংহাইচৌ (চুংকু)।এসভাতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী / স্বতন্ত্র ঞোমং মারমা , বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখা সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী, ইউপি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি রফিকুল হাওলাদার , মেম্বার মংউ মারমা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, সহ-সভাপতি মংচিং চৌধুরী, পাবেল দে, সুইক্যচিং মারমা কারবারী,মেম্বার থোয়াইসুইমং মারমা,সহ অংগসংগঠনের নেতাকর্মীসহ পাড়া স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। সভাতে সঞ্চলনায় সুমন বড়ুয়া। সভাপতিত্বে সাবেক মেম্বার সুইসাহলা চৌধুরী। উক্ত সভাতে নয়ন চৌধুরী বলেন, আমরা সকল অংগসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত এবং এযোগে আনারস মার্কা নিয়ে মাঠে কাজ করার জন্য সকলকে আহবান জানান। আনারস মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিদ্রোহী/ স্ব তন্ত্র প্রার্থী ঞোমং মারমা বলেন, আমি দীর্ঘ বছর ধরে আওয়ামীলীগের সাথে জড়িত ছাত্র জীবন হতে রাজনৈতিক করে আসছি। আমি তৃনমূল পর্যায় দলের জন্য নিঃ স্বার্থক কাজ করেছি,আমাকে দলীয়ভাবে কে বা কারা দলের স্বরযন্ত্র করে আমাকে নৌকা প্রতীক হতে বঞ্চিত করা হয়েছে। আমি চেয়ারম্যান হয়ে ইউনিয়নের আনাচে কানাচে বয়স্ক ও বৃদ্ধা ভাতা দিয়েছে, কোন কেউ বাদ পড়ছে বলে মনে হয়না। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক করে আমি এখন নিরাপত্তাহীনতা ভোগছে। তিনি আরো বলেন,আমাকে কেন্দ্রীয় কমিটির নৌকা প্রতীক দেয়া হয়নি কেন এটা জবাব চাই জবাব দিতে হবে। জেলা ও কেন্দ্রীয় নেতারা কোন যাচাই বাছাই ছাড়া নৌকা প্রতীক হতে বাদ দেয়া হয়েছে। এখানে কিছু স্বার্থকবাদী রা আমাকে বিপদে ফেলে ধ্বংস করতে চাই। এলাকা আমি অনেক উন্নয়ন করেছি বলে মন্তব্য সকলে সামনে তুলে ধরা হয়েছে। তবুও আমি নৌকা প্রতীক বিরুদ্ধের আনারস মার্কা প্রতীকে চেয়ারম্যান নির্বাচনে লড়ব। আমি আওয়ামীলীগ রাজনৈতিক করে বলে বর্তমানে নিজ বাড়িতে নিয়মিত ঘুমায়তে পারিনা নিরাপক্তাহীনতা আছি বলে উল্লেখ করা হয়। আমাকে আনারস মার্কা ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন বলে আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *