[english_date]।[bangla_date]।[bangla_day]

নায়েরগাঁও দক্ষিণ ইউ’পি নির্বাচনে ৫নং ওয়ার্ড মেম্বার পদে মোঃ শাহ আলম খান মনোনয়নপত্র দাখিল।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃরিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫নং ওয়ার্ডের (পাঁচঘড়িয়া- খিদিরপুর গ্রামের) সাধারণ সদস্য (মেম্বার) পদে মোঃ শাহ আলম খান প্রস্তাব ও সমর্থনকারীসহ নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মতলব দক্ষিণ উপজেলায় ১ নভেম্বর বেলা ১১ টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভুঁঞা -এর হাতে মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৮ নভেম্বর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মোঃ শাহ আলম খান নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী।

পরে মেম্বার প্রার্থী মোঃ শাহ আলম খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে মেম্বারদের ভূমিকা খুবই গুত্বপূর্ণ। তাই একজন যোগ্য মেম্বারের বিকল্প নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এবং জনগণকে সেবায় কাজ করে যাবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *