[english_date]।[bangla_date]।[bangla_day]

নানিয়ারচরে বনশাখা চিত্তারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি প্রতিনিধি::

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ও নানা আনুষ্ঠানিকতায় রাঙ্গামাটির নানিয়ারচরের হাতিমারা বনশাখা চিত্তারাম বৌদ্ধ বিহারে ৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ নভেম্বর) দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘকে ফুলের তোড়া বরণের মধ্যে দিয়ে ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কঠিন চীবর দান ও কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়। এ সময় সকল প্রকার মার-উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ মিনিট মৈত্রী ভাবনা করা হয়। দূর-দূরান্ত থেকে আসা শতশত পূণ্যার্থীর ঢল নামে। পূণ্যার্থীদের পদচারণায় মুখর হয় বিহার প্রাঙ্গণ।

 

অনুষ্ঠানে বিজ্ঞানতর তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, ৭২নং বুড়িঘাট মৌজা হেডম্যান অনিল বিকাশ চাকমা, এডভোকেট মামুন। পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়লাল চাকমা ও জেনেসা চাকমা। শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন বৈশাখী চাকমা।

 

জগতের সকল প্রাণীর সুখশান্তি ও মঙ্গল কামনায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের সত্যপ্রেম মহাস্থবির, মেত্তাবংশ মহাস্থবির, খাগড়াছড়ি ক্ষান্তিপুর বন বিহারের অধ্যক্ষ আর্য্যবোধি মহাস্থবির, খারিক্ষ্যং তপোবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির প্রমূখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *