[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে বিষধর রাসেল ভাইপার সাপ ধরলেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে রাসেল ভাইপার প্রজাতির বিষধর একটি সাপ কৌশলে ধরলেন এক যুবক। পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা সাপটিকে দেখার জন্য ভিড় জমান। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধায় উপজেলার আত্রাই নদীর শিমুলতলী ব্রিজের নিচে বালুর চড় থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, উপজেলার চৌঘাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. মাহবুব আলমসহ আরও কয়েকজন মিলে ঘটনার দিন সন্ধার পরে ওই নদীর নিচে বালুর চড়ে যান। পরে তাদের চোখে পড়লে ওই বিরল প্রজাতির রাসেল ভাইপার নামক সাপটিকে বস্তায় ধরে নিয়ে আসেন মাহবুব আলম। পরে সাপটির ঘটনা এলাকাবাসী জানতে পারলে স্থানীয়রা এক নজর দেখার জন্য ভীড় করেন।

 

এ বিষয়ে বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সাপটি খুবই বিষধর। স্থানীয়রা আমাকে খবর দিলে আমি উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সাপটি নদীর পাশের জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য বলে দিয়েছি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *