[english_date]।[bangla_date]।[bangla_day]

জালালাবাদে বুধবার পুনরায় ভোটগ্রহণ, মানতে হবে পুলিশের যেসব নির্দেশনা।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃমোস্তফা উল্লাহ জালালাবাদ (সিলেট) প্রতিনিধিঃঃ

জালালাবাদে বুধবার পুনরায় ভোটগ্রহণ, মানতে হবে পুলিশের যেসব নির্দেশনা

সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে দুইজন মেম্বার প্রার্থী সম সংখ্যক ভোট পাওয়ায় ঐ ওয়ার্ডের কেন্দ্রে বুধবার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে।

 

সেগুলো হচ্ছে- সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২ টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। এছাড়াও সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২ টা থেকে বুধবার ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবিট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিটবোট চলাচল বন্ধ থাকবে।

 

অপরদিকে, সোমবার দিবাগত রাত ১২ টা থেকে ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না।

 

এছাড়াও জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের পরিচয়পএ দেছিয়ে চলাচল করতে পারবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *