[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রা সরকারী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রার কয়রা সরকারী মহিলা কলেজের ২০২১ সালের এইচ,এস, সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২৪ নভেম্বর বেলা ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক নুরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধাক্ষ্য এইচ এম নজরুল ইসলাম।

 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌছাতে পারে না। সে জন্য তোমাদেরকে পড়াশুনায় আরও মনোযোগী হয়ে ভাল ভাবে পরীক্ষা দিতে হবে। এ ছাড়া ভালো ফলাফল করে দেশ জাতি সহ সমাজের মুখ উজ্বল করার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের সিঁড়ি বেয়ে রাষ্ট্রের উচ্চ স্থান দখল করে নিতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মোস্তফা অলিউল্লাহ, প্রভাষক জহুরুল হক, প্রভাষক মোঃ রুহুল কুদ্দুস, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক উম্মে সালমা পারভীন, শিক্ষার্থী ফারজানা আক্তার, তানিয়া সুলতনা, মেহেরুন্নেছা ফারহানা, নাজমুন্নাহার, ফারজানা, মারিয়া, তানিয়া, সুরাইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করেন মাওলানা মোস্তফা অলিউল্লাহ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর মাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *