[english_date]।[bangla_date]।[bangla_day]

করোনা টিকা নিয়ে বাড়ি ফেরা হল না আনোয়ারা বেগমের!

নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাহাজাহানপুরে করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন৷

 

রোববার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বীরগ্রাম বাজারে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা বেগম আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের ইমামুদ্দিনের স্ত্রী।

 

এঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। এসব তথ‍্য নিশ্চিত করেছেন শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী।

 

পুলিশ জানায়, অমি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকালে পাবনা থেকে বগুড়া দিকে আসছিলো। বীরগ্রাম বাজারে আনোয়ারা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার কাছে করোনার টিকা গ্রহণের আজকের তারিখের সনদ পেয়েছি।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দূর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মৃতদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *