[english_date]।[bangla_date]।[bangla_day]

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি,তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা ।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি।

 

চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি করায় প্রস্তুতকারকে ১০ হাজার টাকা, চাতরী চৌমুহনী বাজারে সুইট কিং কে ৩০ হাজার এবং রুবি মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিএসটিআই এর ওজন পরিমাপক দিয়ে চাতরী চৌমুহনঅ বাজারের বিভিন্ন স্বর্ণের দোকান, মাংসের দোকান ও ফলের দোকানের ওজন যন্ত্রে কোন কারচুপি আছে কিনা যাচাই করা হয়।

 

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *