চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে “জাতীয় শোক দিবস” উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহিদ আল হাসানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ কিভাবে পালন করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজউদ্দিন, পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক মন্ডলীরা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি’র ব্যক্তিগত সহকারি মোঃ তাজ উদ্দিন জাতীয় শোক দিবসের কর্মসূচি সঠিক এবং সুন্দরভাবে সম্পূর্ণ করতে সংশিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন- যে কোন সময়ের চেয়ে আমাদের মধ্যে দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বহুগুণে বেড়েছে। এটা আমাদের জন্য অনেকটা আশার কথা। একটা সময় মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার শোক দিবসে কোন কর্মসূচি পালন করা হতো না। সে প্রেক্ষাপট এখন আর নেই। এখন অনেকটাই এ বিষয়ে আমরা এগিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সে সব বীর এবং তাদের পরিবারের জন্য দোয়া কামনা করা হবে। এসময় জাতীয় পতাকা টাঙানোর বিষয়ে তিনি বলেন ইচ্ছামত নিয়ম না মেনে জাতীয় পতাকা টাঙানো হয়। সেটাই দেশের প্রতি ভালোবাসার পরির্বতে জাতীয় পতাকার অবমাননা হয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে এক জায়গায় সবাই একসাথে নিয়ম মেনে পতাকা উত্তোলন করার বিষয়ে পরামর্শ দেন। কারন এতে ভালোবাসাও থাকবে এবং পতাকার অবমাননাও হবে না।
মাহিদ আল হাসান বলেন, সভার কার্যবিবরণী তুলে ধরেন, এতে বলা হয় ১৫ আগস্ট সরকারি ছুটির দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ৭ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পত্ববক অর্পণ, আলোচনা সভা,বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃতি, সংগীত ও ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা পরে পুরষ্কার বিতরণ ও বাদ যোহর ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হবে।
Leave a Reply