মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় এএসপির প্রাইভেটকারের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মধ্যে একজন জুমন (২৮) মারা গেছেন।
ঘটনার ছয় দিন পর বুধবার তিনি মারা যান। একই গ্রামের বাসিন্দা সৈয়দ আফজাল হোসেন সায়েম এর সত্যতা নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে প্বার্শবর্তী নাসির নগর উপজেলার খান্দুরা গ্রামের কামাল মিয়ার ছেলে সুমন ও জুমন মোটরসাইকেলযোগে মাধবপুর যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের এএসপি অমুল্য চৌধুরীর প্রাইভেটকারের ধাক্কা লাগে।
এতে দুই সহোদর গুরুতর আহত হয়। গুরুতর আহত জুমনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর ঈদের দিন বুধবার সকালে তার মৃত্যু হয়।
Leave a Reply