এম,এ রশীদ সিলেট থেকে :
বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর এখন দেশজুড়ে আলোচনায়। এখন পর্যন্ত তার নামে তিনটি মামলা করা হয়েছে। হেলেনাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এদিকে, দেশজুড়ে আলোচনায় থাকা হেলেনা জাহাঙ্গীর গ্রেফতারের সিলেট এসে ঘুরে গেছেন কয়েকবার। তার গড়া ‘জয়যাত্রা ফাউন্ডেশন’ সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এসব অনুষ্ঠানে বক্তৃতাকালে আর্থিক অনুদানের অনেক প্রতিশ্রুতি ব্যক্ত করলেও পরবর্তীতে সেসব রক্ষা করেননি হেলেনা।
জানা গেছে, হেলেনা জাহাঙ্গীর সিলেটে প্রথম আসেন ২০১৮ সালে। সে বছরের ১২ জানুয়ারি সিলেট ডিভিশনাল জয়যাত্রা ফাউন্ডেশন বিভাগীয় কমিটির কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেলেনা। এ উপলক্ষ্যে ওই দিন সিলেট নগরীর উপশহর সি ব্লক সংলগ্ন পশ্চিম তেররতন এলাকায় জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে প্রায় ২’শ গরিব-অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ বিতরণ এবং দরিদ্র বালকদের খৎনা সম্পন্ন করা হয়।
একই বছরের ১৮ আগস্ট জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ দারুল ক্বেরাত দাখিল মাদ্রাসায় গরিব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন হেলেনা জাহাঙ্গীর।
২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ১নং বারহাল ইউনিয়নের বাটশাইল-বালিটেকা ফুরকানিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার মসজিদ এবং মহিলা শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিওিপ্রস্তর স্থাপন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন হেলেনা জাহাঙ্গীর।
ওই অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, সিলেট বিভাগের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক আছে, জয়যাত্রা ফাউন্ডেশন সিলেটকে সাথে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে।
তিনি ওইদিন আরও বলেন, আমি আগামী রমজানে আপনাদের মাদ্রাসায় ১লক্ষ টাকা দেব। আর মাদ্রাসা পরিচালনার জন্য মাসিকভাবে সহযোগিতার ব্যাপারে আমি আগামী মিটিংয়ে আলোচনা করব।
কিন্তু তাঁর সেদিনের প্রতিশ্রুতি তিনি কখনোই পুরণ করেননি।
এ বিষয়ে কথা হয় বাটশাইল-বালিটেকা ফুরকানিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য তোফায়েল আহমদের সঙ্গে। শনিবার (৩১ জুলাই)সিলেট জেলা প্রতিনিধিকে তিনি জানান, ‘সেদিন হেলেনা জাহাঙ্গীরের এমন কথা শুনে আমরা অনেক আশান্বিত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কোনো অনুদান তিনি আমাদের দেননি। তার সঙ্গে যোগাযোগ করারই কোনো সুযোগ হয়নি আমাদের।’
একনজরে হেলেনা জাহাঙ্গীর :
হেলেনা জাহাঙ্গীরের জন্ম ১৯৭৪ সালের ২৯ আগস্ট ঢাকার তেজগাঁওয়ে। উইকি ফ্যাক্টসাইডার নামের একটি ওয়েবসাইটে তার পেশা হিসেবে অ্যাংকর বা উপস্থাপক উল্লেখ করা হয়েছে। হেলেনার স্বামী জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী। ১৯৯০ সালে তারা বিয়ে করেন। তিনি তিন সন্তানের জননী।
হেলেনা জাহাঙ্গীরের বাবা মরহুম আবদুল হক শরীফ ছিলেন জাহাজের ক্যাপ্টেন। সেই সূত্রে জন্ম কুমিল্লায় হলেও হেলেনা জাহাঙ্গীরের বেড়ে ওঠা চট্টগ্রামের হালিশহরের মাদারবাড়ী, সদরঘাট এলাকায়। পড়াশোনা স্থানীয় কৃষ্ণচূড়া স্কুলে।
এফবিসিসিআই নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমকে হেলেনা জাহাঙ্গীরের দেয়া সাক্ষাৎকার সূত্রে জানা যায়, বিয়ের সময় স্বামী জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠিত পোশাক কারখানার জিএম পদে চাকরি করতেন। পাশাপাশি সিএন্ডএফ এজেন্ট ব্যবসার সঙ্গেও সংশ্লিষ্টতা ছিল।
তবে গৃহিণী হিসেবে বসে না থেকে পড়াশোনা শেষ করে হেলেনা জাহাঙ্গীর শুরুতে চাকরির চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউও দিয়েছেন তিনি। একদিন চাকরি খোঁজার সূত্র ধরে চলে যান স্বামী জাহাঙ্গীর আলমের অফিসে। সেখানে স্বামীর অফিস কক্ষ দেখে তিনি ঠিক করেন নিজেই উদ্যোক্তা হওয়ার। স্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে যান স্বামী জাহাঙ্গীর আলম।
বিয়ের ছয় বছর পর ১৯৯৬ সালে রাজধানীর মিরপুর ১১ তে একটি ভবনের দুটি ফ্লোর নিয়ে তিনি শুরু করেন প্রিন্টিং ও অ্যামব্রয়ডারি ব্যবসা।
সম্প্রতি চাকরিজীবী লীগ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতা বানানোর আহ্বান জানানোর একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্ক জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।পরে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে তার সদস্য পদ বাতিল করা হয়।
গত রবিবার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অবশেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর গুলশানের তার বাসা থেকে তাকে আটক করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশী মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, দেশী অস্ত্র, হরিণের চামড়াসহ নানা ধরনের আলামত জব্দ করা হয়
Leave a Reply