স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর রৌহা গ্রামে বজ্রপাতে দুলাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজের জমিতে পাট কাটতে গিয়ে তিনি মারা যান। নিহত যুবক ওই গ্রামের মকবুল মন্ডলের ছেলে।
অপরদিকে তারাকান্দি এলাকায় বাড়ির পাশেই বজ্রপাত হলে একই পরিবারের ছালাম (৬০), ফেরদৌসি (৩০) ও নাতনী ফাতেমা (৫) আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার (১১ আগস্ট) সকালে ও দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, সকালে জমিতে পাট কাটতে যান কৃষক দুলাল মিয়া। দুপুরে বৃষ্টির সময় ওই ক্ষেতে বজ্রপাত হলে তিনি মারা যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
Leave a Reply