শ্যামনগরে স্কুল শিক্ষার্থীদের সাথে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিওবি ইউনিসেফ আসওয়া ,ক্যাটস-২ প্রকল্প কেয়ার বাংলাদেশের বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এবং ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে ” আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ – সবল বাংলাদেশ গড়ি “এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
কেয়ার বাংলাদেশের স্কুল ফ্যাসিলিলটটর জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে র্যালী ও হাত ধোয়ার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
ছবি- শ্যামনগরে ছাত্রীদের সাথে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।
Leave a Reply