রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ আগষ্ট বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি সমূহের মধ্যে ছিল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, অসচ্ছল ক্রীড়াবিদ, খ্যাতনামা ক্রীড়াবিদ ও দক্ষ ক্রীড়া সংগঠকের সংবর্ধনা, অনলাইনে আলোচনাসভা, কেককাটা, দোয়া অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি।
সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা জানান সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ,বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ প্রমুখ।পরবর্তীতে অনলাইনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অসচ্ছল ক্রীড়াবিদ হিসাবে নকিপুরের সাইফুল ইসলাম, খ্যাতনামা ক্রীড়াবিদ হিসাবে ঈশ^রীপুরের আঃ হামিদ ও ক্রীড়া সংগঠক হিসাবে নকিপুরের আজিজুল হক মোল্যাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য কর্মসূচি পালিত হয়।
অপরদিকে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ (প্রস্তাবিত পৌরসভা) এর আয়োজনে সিটি সুপার মার্কেটের ২য় তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনাসভা,দোয়া অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে আলোচনাসভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যাজী, শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন। অনুষ্ঠানে শ্যামনগর থানার তদন্ত ওসি, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগরে মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করছেন এমপি জগলুল হায়দার।
Leave a Reply