রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকালে মোবাইলকোট পরিচালনা করে কারেন্টজাল ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, নকিপুর বাজারে ১ জন ও সোনারমোড় বাজারে ২ জন মোট ৩ জন কারেন্টজাল ব্যবসায়ীকে মোবাইলকোটে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে আটককৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মোবাইলকোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, শ্যামনগর থানা পুলিশ, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
অপরদিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া খাল, মুন্সিগঞ্জ খাল, শ্যামনগর উপজেলা সদর সহ অন্যান্য স্থানের খালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়।
ছবি- শ্যামনগরে পানি নিস্কাসনে অবৈধ নেট পাটা অপসারণে অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
রনজিৎ বর্মন
তাং-৩১.৭.২১
Leave a Reply