রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেওল গ্রামে ফসলের ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ে আলোর ফাঁদ স্থাপন করা হয়।
বুধবার সন্ধ্যায় কাশিমাড়ী ইউপির দেওল গ্রামে আলোর ফাঁদ স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার লতিফুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কামরুল হাসান, সামছুর রহমান, আলী হাসান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার বলেন আলো সংবেদনশীল বা আকৃষ্ট হয় এমন পোকাকে আকৃষ্ট করাকে লাইট ট্র্যাপ বা আলোক ফাঁদ বলে। এটি ফসলের মাঠে পোকামাকড়ের উপস্থিতি যাচাই এবং নিয়ন্ত্রণ করার একটি পরিবেশবান্ধব কৌশল। আলোর প্রতি আকৃষ্ট হয়ে পোকামাকড় উড়ে এসে আলোর উৎসের চারপাশে ঘোরাঘুরি করে।এটাতে পরিবেশের ক্ষতি কম হয়।
ছবি- শ্যামনগরে ফসলের ক্ষেতে ক্ষতিকর পোকা নির্ণয়ে আলোরফাঁদ স্থাপন।
Leave a Reply