রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ট্রলি চাপায় হাসান সরদার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তিনি খ্যাগড়াঘাট গ্রামে কামরুজ্জামান সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক জানান, সকালে ইট ভাঙ্গা মেশিন যোগে কর্মস্থলে যাওয়ার সময় অসাবধানতা বশত গাড়ীর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সে।
দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম হাসান সরদারকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ বলেন, তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রনজিৎ বর্মন
তাং-৩.৮.২১
Leave a Reply