আলো চৌধুরী ॥ শীত মানেই এক বাহারি ফ্যাশনের সময়। এই সময় নারী পুরুষ উভয়ে তাদের নানা রকমের ফ্যাশন দেখাতে একটু ব্যাস্তই থাকেন। কিন্তু ফ্যাশন কি শুধু বাড়ির বাহিরে দেখানোর জন্য? মটেও না। আপনি আপনার শীতে আমেজ ও আনন্দ যেনো বাড়িতেও ধরে রাখতে পারেন তাই মারমেইড নিয়ে এলো ফিস টেইল ব্লাংকেট। যে ব্লাংকেট গায়ে জরালে নিজেকে মনে হবে যেনো সমুদ্রের জলপরী।
শীতে গুটিশুটি করে আরাম করার জন্য খুবই উপযোগী একটি ব্লাংকেট। এটা গায়ে জরালে নিজেকে ভাবতে পারেন জলপরী। যেনো সমুদ্র থেকে উঠে আপনার বেড রুম অথবা ড্রয়িং রুমে চলে এসেছে।
আপনি যদি উলের কাজ জানেন তাহলে আপনি নিজেই, আপনার এবং আপনার পরিবারের সবার জন্য তৈরি করে নিতে পারেন। পছন্দ মতো রঙ এবং সুতা দিয়ে বুনে নিন ফিস টেইল ব্লাংকেট।
এছাড়া এখন আপনি এই ধরণের ফিস টেইল ব্লাংকেট বিভিন্ন অনলাইন সপগুলোতে পাবেন। সেটা আপনার জন্য আরো সুবিধা দেবে ঘরে বসেই অর্ডার করতে পারেন পছন্দ মতো ফিস টেইল ব্লাংকেট
Leave a Reply