মোঃ মাসুদ রানা রাশেদ:
শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুল প্রাঙ্গণে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট ও ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের আয়োজনে ইনার হুইল ক্লাব অব গুলশান লেকসিটি, ঢাকা নর্থ ইস্ট, গ্রেটার ঢাকা, মেট্রোপলিটান ঢাকা, ঢাকা কসমোপলিটন, গুলশান, ইস্কাটন, এ্যারোমা উত্তরা, ঢাকা সানফ্লাওয়ার, ঢাকা নাইটিংগেল, সিলেট ও অন্যান্য ক্লাবের সহযোগিতায় করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সেক্রেটারী হাসিনা আক্তার মিলা, ট্রেজারার আলেমা জাহান, পাস্ট প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বিউটি, আবেদা খাতুন, সদস্য মিনতী রাণী সরকার, হাসিনা মাহাবুব, তহমিনা বেগম ইলা, জান্নাতুল ফেরদৌস, মাকসুদা বেগম রিক্তা, জাহানারা বেগম, লায়লা সিদ্দিকা, বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলের সদস্য সচিব স্বপ্না জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১শত ১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply