খুলনা জেলা রূপসা উপজেলা সহ সমগ্র বিশ্ব যখন নোভেল করোনা সংক্রমণ বেড়েই চলেছে, সেই সাথে সাথে বাড়ছে লকডাউন ও বৃষ্টি। এ দিকে খুলনা জেলা সহ রূপসা উপজেলার সকল এলাকায় অসহায় সম্বলহীন মানুষের হাহাকার, রোডে একান্ত প্রয়োজন ছাড়া হচ্ছে বের হচ্ছে না কোন মানুষ। রূপসীর রূপসা জেলা মানুষহীন খোলা মাঠ, খেটে খাওয়া মানুষের ঘড়ে খাবার সহ সকল প্রকার প্রয়োজনিয় জিনিসেই জন্য সকলে করাছে হাহাকার। উক্ত বিষয়ে কথা হয়, খুলনা জেলা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭নং রূপসা মহিলা কলেজের পাশের রেল রোডের উপরে দুই সন্তানের জনক মোঃ রেজাউল করিম এর সাথে, তিনি বলেন মহামারি করোনায় আক্রান্ত সহ মৃত্যুর কারণে আতংকিত সকলে তাই রোডে নেই কোন মানুষ, তিনি বলেন” আমি ভ্যান চালিয়ে যা রোজগার করি তা দিয়ে সংসার সহ দুই টি সন্তানের লেখাপরা যোগায় সেই সাথে সমিতির কিস্তি দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে” কোন দিন খাবারও হয়না এমন দিনও চলছে আমাদের। এ ছাড়াও রূপসার সকল মানুষের জনজীবনে দুর্ভোগে আর দুর্দিনে কাটাচ্ছে খুলনার রূপসাবাসী।
Leave a Reply