শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ
খুলনা জেলার রূপসা উপজেলা সহ সারা দেশের ন্যয় বিভিন্ন এলাকায় চলমান লকডাউন সঠিক পালনের লক্ষে সচেতনতা বৃদ্ধি সহ করোনা সংক্রমণ রোধে, রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় রূপসা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ দিকে খুলনার রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম ও রূপসা থানার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, যার যার অবস্থান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। এ দিকে উক্ত লকডাউনের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান ছাড়া ঘোরাঘুরি ও সামাজিক দুরত্ব বজায় না রাখা সহ রূপসা ঘাটের ট্রলারেও অতিরিক্ত যাত্রী পারাপার করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত সহ সচেতনতা তৈরি করার কার্যক্রম অব্যহত রেখেছেন রূপসা উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণ রোধে রূপসা থানা পুলিশ ফোর্স সর্বাত্মক লকডাউনে জনসমাগম হয় এমন স্থান সমৃহে ও হে অভিযান পরিচালনার মাধ্যমে মানুষকে ঘরে ফেরাতে এবং সচেতনতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে চলেছেন। এ দিকে করোনা আক্রান্ত হওয়া বাড়ি গুলোতে লাল কাঁপড়দ্বারা চিহ্নত করা হয়েছে। আক্রান্ত ব্যাক্তিরা অহেতুক বাড়ির বাহিরে না এসে সর্তক থাকুন। আশপাশের লোকজনও সর্তকভাবে চলাচল করুন। রূপসা উপজেলা প্রশাসন হোম লকডাউন থাকা পরিবারে খাদ্য সহায়তা প্রদান অব্যহত রেখেছেন রূপসা উপজেলা প্রশাসন।
Leave a Reply