মো:শাহিন,(রূপগঞ্জ) প্রতিনিধি ঃ
গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মুন্সি পাম্পের সামনে ১৬ আগষ্ট প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে উদ্ধার করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতরা হলেন, গাজীপুর জেলোর টঙ্গী বোর্ডবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৩০), চাঁদপুর জেলার সেনাবাহিনীর কার প্রিন্টার আজাদ হোসেন (৩৫), আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম(৩১)।
পুলিশ জানায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে কাঞ্চনমুখী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৫-৬৭৮০) ও গাউছিয়ামুখী দ্রুত গতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।###
তাং-১৬-০৮-২০২১ ইং
Leave a Reply