রামগড়ে উদযাপিত হল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড়( খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচিতে উদযাপিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।সোমবার (১০ জানুয়ারি )দিবসটি পালন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,শোভাযাত্রা,আলোচনা সভা ও দিন ব্যাপি বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার কর্মসূচী পালন করে দলীয় নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের,রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ,জসীম উদ্দিন,যুবলীগ নেতা লিটন দাশ,সুমন বড়ুয়া, নাছির উদ্দীনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply