আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি :
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বিয়ানীবাজার পৌরসভার পৃষ্ঠপোষকতায় প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’র ২০২১ইং উদ্বোধন করলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (এম.পি)
সোমবার( ৮ নভেম্বর) বিকেলে পিএইচজি হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাহিদ বলেন, আওয়ামীলীগ সরকার দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে এবং ক্রীড়া ক্ষেত্রেও এই সরকারের ভুমিকা দৃশ্যমান। বিয়ানীবাজার উপজেলার ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নিতে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। পিএইচজি মাঠে নান্দনিক গ্যালারি স্থাপন সহ মাটি ভরাট করে মাঠের ব্যাপক উন্নয়ন করে দিয়েছি। এছাড়াও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হচ্ছে। তাছাড়া সরকারি ভাবে বিভিন্ন স্কুল ও ক্লাবে খেলার সরঞ্জাম দেয়া হয় এবং বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাহার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ আরও অনেকে।
উদ্বোধনী খেলায় এম সি ফুটবল একাডেমি টিলাগড় সিলেটকে ২-১ গোলে হারিয়েছে বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।
উভয় দলে দেশি বিদেশি খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। খেলার শুরু থেকেই বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি আক্রমনাত্মক খেলা খেলতে থাকে। প্রথমার্ধের মধ্যখানে প্রথম গোল করে বসে বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ। আরও কয়েক মিনিট পরে একটি দারুন গোল করে ২-০ তে লীড নেয় দলটি। তবে প্রথমার্ধের শেষ দিকে একটি গোল পরিশোধ করে এমসি ফুটবল একাডেমি।
পিছিয়ে থাকা এম সি ফুটবল একাডেমি দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। উভয় দল বেশ কিছু আক্রমণ করে। তবে শেষ মুহুর্তের সুযোগটি কাজে লাগাতে পারেনি এম সি একাডেমি। কোনো দল আর গোল করতে পারেনি ফলে ২-১ গোলের জয় নিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।
Leave a Reply