মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শান্তিপূর্ণ ভাবে দূর্গাপুজা উদযাপিত হচ্ছে। মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ও ৫টি চা বাগান সহ মোট ১১৯ টি পূজা মন্ডপ রয়েছে।
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি আইন শৃংখলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ প্রদান করেন।
মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লিটন রায় জানান,উৎসবমুখর পরিবেশে মাধবপুরে দূর্গাপুজা উদযাপন হচ্ছে মুসলিম ভাইয়েরা আমাদের সহযোগীতা করে যাচ্ছেন।
অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, পূজা উপলক্ষে পুরো উপজেলা কে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। পূজা উপলক্ষে অামাদের প্রতিটি মন্ডপে নজরদারী রয়েছে। সনাতন ধর্মের ভাইয়েরা পূজার নিরাপত্তায় সন্তুষ্ট।
Leave a Reply